বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জ বিএনপির শোডাউন

30
বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জ বিএনপির শোডাউন

নারায়ণগঞ্জ সমাচার:

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশালাকার র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গতকাল সোমবার (৭ই অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

এ র‌্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে বিশালাকার মিছিল নিয়ে যোগ দিয়েছে রূপগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দরা। মিছিলে নেতৃত্ব দেন থানা বিএনপির আহবায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ন ও সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু।

এদিন দুপুর থেকেই রূপগঞ্জ থানা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে নগরীর ২নং রেল গেইটের সোনার বাংলা মার্কেটের সামনে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ৩টার দিকে সকল নেতাকর্মীদের নিয়ে বিশালাকার এক মিছিল করে জেলা বিএনপির র‌্যালিতে যোগ দেয় থানা বিএনপি। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।