ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু : আইনজীবীদের প্রশংসায় ভাসছেন এড. জুয়েল

22
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু : আইনজীবীদের প্রশংসায় ভাসছেন এড. জুয়েল

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি। কৌতুকের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগীতা চলবে প্রতিদিন দুপুর ২টার পর থেকে।

দীর্ঘদিন পর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুরু হওয়ায় বর্তমান সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের প্রশংসা করেন সাধারণ আইনজীবীরা। তারা বলেন, এড. হাসান ফেরদৌস জুয়েল মানেই নতুন নতুন চমক। দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিযোগীতা চালু করে তিনি আবারও সকলকে চমক দিলেন বলে জানান আইনজীবীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এড. জুয়েল বলেন, আমি যখন ২০০৪-০৫ সালে কার্যকরী পরিষদের ক্রীড়া সম্পাদক ছিলাম তখনই প্রথম ক্রীড়া প্রতিযোগীতার শুরু হয়েছিলো। তখন মাত্র ৬৫জন প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছিলো। তারপর প্রায় প্রতিবছর প্রতিযোগীতা হলেও ২০১৮ সালের পর পুরাতন বার ভবন ভেঙ্গে নতুন ভবন করার আগ পর্যন্ত সময়ে জায়গার অভাবে আমরা এ প্রতিযোগীতা আর শুরু করতে পারি নাই।

তিনি আরও বলেন, তবে এবার অনেকদিন পরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা হতে যাচ্ছে। এবার ২২২ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহন করছেন। ক্যারাম সিঙ্গেল-ডাবল, ব্যাডমিন্টন সিঙ্গেল-ডাবল, দাবা, কার্ডের ভিতরে শট ব্রিজ ও টুয়েন্টি নাইন, লুডু সিঙ্গেল-ডাবল, ক্রিকেট, সঙ্গীত, মিউজিক্যাল চেয়ার, পিলো পাসিং, মহিলাদের জন্য স্পেশালী হাড়িভাঙ্গাসহ বেশ কয়েকটি ইভেন্ট এখানে রয়েছে।

ইভেন্টগুলোর মধ্যে ক্রিকেট খেলায় আইনজীবীদের দশটি টিম অংশগ্রহন করছে, যেখানে প্রতিটি টিমের খেলোয়ার সংখ্যা থাকবে ৮ জন করে। ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে, ব্যাডমিন্টন জর্জকোর্টের সামনের মাঠে এবং অন্যান্য ইভেন্টগুলো বার ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।

এসময় সিনিয়র আইনজীবীবৃন্দ সহ আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।