
নারায়ণগঞ্জ সমাচার:
মহামারী করোনা শুরুর পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দশ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন অনুদান দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রদূত পিটার হাস। মহামারী মোকাবেলায় ইউএস-বাংলাদেশ অংশীদারিত্বের এই মাইলফলকের সাক্ষী হতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে একটি স্কুল টিকাদান কেন্দ্র পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরী স্কুলে শিশুদের টিকাদান কার্যকম পরিদর্শন করেন তিনি। এসময় পিটার বলেন, নারায়ণগঞ্জের শিশুরা বেশ সাহসী। তারা টিকা নিতে ভয় পায় না। অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে টিকা নিচ্ছে তারা।

এই রাষ্ট্রদূত বলেন, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে ১০০ মিলিয়ন বা ১০ কোটিরও বেশি ভ্যাকসিন দিয়ে সহযোগীতা করা হয়েছে। এই ভ্যাকসিন সহ বাংলাদেশ মোট ৭৫ শতাংশ জনগনকে টিকা দিতে পেরেছে। যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশী। যুক্তরাষ্ট্র এই টিকাদান কর্মসূচীতে অংশীদার হতে পেরে আনন্দিত বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭৫ শতাংশ জনগোষ্ঠিকে সম্পূর্ণরূপে টিকা দেয়া হয়েছে, যা অবিশ্বাস্য অগ্রগতির অংশ। এটি একটি উল্লেখযোগ্য অর্জন এবং আমি এর সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। জাতিসংঘের পরবর্তী মিটিংয়ে বাংলাদেশের এই সাফল্যের জন্য তাদের ডাকা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, দুতাবাস, নাসিক, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।