শীঘ্রই বেগম খালেদা জিয়া মুক্ত হবে এবং গণতন্ত্র ফিরে আসবে – সাগর প্রধান

24
শীঘ্রই বেগম খালেদা জিয়া মুক্ত হবে এবং গণতন্ত্র ফিরে আসবে - সাগর প্রধান

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান বলেছেন, কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। আগামী ১০ তারিখের জনসভা ইনশ্আাল্লাহ যুবদল সফল করবে। শীঘ্রই বেগম খালেদা জিয়া মুক্ত হবে, বাংলাদেশ মুক্ত হবে এবং গণতন্ত্র ফিরে আসবে।

রাজশাহীর বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজারে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিনিয়র যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম নয়নকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাগর প্রধান আরও বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের সকল অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। আগামী ১০ তারিখের জনসভা ইনশ্আাল্লাহ যুবদল সফল করবে এবং কারাগার থেকে যুবদল সভাপতিসহ সকল কারাবন্দী মুক্ত হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাবেক যুগ্ম সম্পাদক মনজুরুল আলম মুসা, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মাহবুব হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মনজুর হোসেন, সদস্য তৈয়ব হোসেন দুলাল হোসেন ও পরশ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।