
নারায়ণগঞ্জ সমাচার:
বিজয় দিবসের সকাল থেকেই রাজপথ দখলে রেখে একের পর এক সফল বিজয় র্যালি করছিলো নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দরা। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এদিন বিএনপির বিজয় র্যালি দেখে অনেকটা হতাশা প্রকাশ করতে দেখা গেছে আওয়ামী নেতাকর্মীদের। তবে, দিন শেষে বিকেলের দিকে বিশাল এক বিজয় র্যালি করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের মান রেখেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
এদিন বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় পূর্বঘোষিত বিজয় র্যালি করে উপজেলা আওয়ামীলীগ। এ বিজয় র্যালিকে কেন্দ্র করে দুপুর থেকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিললীগ, যুব মহিলালীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথক মিছিল নিয়ে আসেন এ র্যালিতে।
পরে বিকেল ৪টার দিকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশালাকাল এক বিজয় র্যালি করে তারা। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামছুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সহ-সভাপতি ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম।
র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া ফুটওভার ব্রীজের নীচে এসে শেষ হয়। “সোনারগাঁয়ের মাটি আওয়ামীলীগের ঘাটি, সোনারগাঁয়ের মাটি শেখ হাসিনার ঘাটি”, এ ধরনের নানা স্লোগানে স্লোগানে মহাসড়ক মুখরিত করে রাখে নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সোনারগাঁয়ে আমরা আর লাঙ্গলের ভার বহন করতে চাই না। নেত্রীর (শেখ হাসিনা) কাছে দাবি, আগামী নির্বাচনে এখানে যেন নৌকার প্রার্থী দেয়া হয়, আমরা সকলেই নৌাক চাই।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে বলতে চাই আমরা সোনারগাঁ আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে এ আসনে আমরা নৌকার প্রার্থী চাই। আপনি যাকেই নৌকার প্রার্থী করবেন আমরা নিজেদের জীবন বাজী রেখে হলেও সেই প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। ২০০৮ সালে আপনি যেভাবে আমাকে নৌকার প্রার্থী করেছিলেন এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে এনেছিলাম। এবারও আপনি যাকেই মনোনয়ণ দিবেন তার পক্ষে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফ্যান্সী, চেয়ারম্যান হুমায়ন কবির, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান জাহিদ হোসেন জিন্নাহ, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামীলীগ নেতা এড. ফজলে রাব্বী, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সামসুজ্জামান সামসু, এড. আমির, দুলাল প্রমুখ।