একতা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে শিশুদের সুন্নাতে খাৎনা

46
একতা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে শিশুদের সুন্নাতে খাৎনা

নারায়ণগঞ্জ সমাচার:

প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২নং বাবুরাইল একতা সংগঠনের পক্ষ থেকে বিনামুল্যে সুন্নাতে খাৎনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ সুন্নাতে খাৎনার কার্যক্রম শুরু হয়।


এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা ওবায়েদ উল্লাহ, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসান, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কানন মিয়া, জামালসহ স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৯ বছর যাবৎ বিনামুল্যে এ সুন্নাতে খাৎনা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে এদিন ৬০ জনের অধিক শিশুদের সুন্নাতে খাৎনা করা হয়। সুন্নাতে খাৎনা করানো প্রত্যেক শিশুকে একটি করে লুঙ্গি, তোয়ালে, গেঞ্জি ও ব্যাডমিন্টন ব্যাট (র‌্যাকেট) উপহার প্রদান করা হয়।

পরে সপ্তাহব্যাপী নানা আয়োজনে পালিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩০ টির অধিক ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগীতার প্রায় ১০০ বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন একতা সংগঠনের রাজন, রাসেল, রিয়াদ, মিন্টু, ফারুক, নাসির, রবিন, রুবেল, শাকিল, জুয়েল, খলিল, বিটু, নাদিম, মমিন, সোয়েব, বাবু, সালাম প্রমুখ।