সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব উদযাপন করলেন এমপি খোকা

18
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব উদযাপন করলেন এমপি খোকা

নারায়ণগঞ্জ সমাচার:

সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্কুলে সরকারের দেয়া নতুন বই তুলে দিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গতকাল রোববার (০১ জানুয়ারী) বছরের প্রথম দিন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্যদিয়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি একে একে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বাড়িমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে বই উৎসবের আনন্দ ছড়িয়ে দেন।

এর আগে বই উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সময় বছরের প্রথম দিন নতুন বই পেতাম না। তখন আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে পুরান বই চেয়ে নিতাম। যখন বই হাতে পেতাম ভীষণ আনন্দ লাগতো। কাউকে আমার বই স্পর্শ করতে দিতাম না। বইগুলোকে ক্যালেন্ডারের পাতা দিয়ে মলাট করে খুব যত্ন করে রাখতাম।

তিনি বলেন, আজ বছরের প্রথম দিনেই তোমাদের হাতে নতুন পৌছে যাচ্ছে। একেতো নতুন বছরের আনন্দ, আবার সেই সাথে যোগ হলো নতুন বইয়ের আনন্দ। তোমরা কি জানো এ ব্যবস্থা তোমাদের জন্য কে করে দিয়েছেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে তোমাদের হাতে বই তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। যে মানুষটি তোমাদের জন্য এত কষ্ট করেছেন, তার জন্য কি তোমরা একটা হাতেতালি দিবেনা? এসময় সকল শিক্ষার্থীরা কড়তালি দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো: রেজওয়ান উল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত রহমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাঈম ইকবাল ও স্কুলের প্রধান শিক্ষকসহ আরও অনেকে।