ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

55
ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জে ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পশ্চিম দেওভোগ পল্লী উন্নয়ন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রধান শিক্ষক বাংলাদেশের তিনবার স্বর্ণপদক প্রাপ্ত মার্শাল আর্টিস্ট মো: স্বপন আলী সিকদার (ব্লাক বেল্ট ৪র্থ ড্যান) এ পরীক্ষার আয়োজন করেন।

এ পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী বিজয়ী হন। এদের মাঝে গ্রীণবেল্ট পান মো: আরাফাত, মোঃ মেহেদী হাসান, মো: মিম। কমলা বেল্ট পান মোঃ সুজন মিয়া, মোঃ সায়েম, মোঃ জুবায়েদ এবং ইয়েলো বেল্ট পান মো: মাহিম, মো: রফিকুল ইসলাম, মো: নজরুল, মো: সানজিদ, মো: হাবিবুর রহমান, মো: সাকিল, মো: আহাদ, মো: আজমির, মো: আবিদ ও মো: আব্দুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক কারাতে শিক্ষার্থী সরকারি তোলারাম কলেজের স্বনামধন্য শিক্ষক মাজহারুল করিম রানা (ব্লাক বেল্ট), ডাঃ আনিসুল হক সানি (ব্লাক বেল্ট), ব্যবসায়ী আবুল হোসেন (ব্লাক বেল্ট), কম্পিউটার ইঞ্জিনিয়ার মো: মহিউদ্দিন আহমেদ (ব্লাক বেল্ট, ব্যবসায়ী) মো: আল আমিন (ব্যবসায়ী ব্লাক বেল্ট) , মো: কবির খান (ব্যবসায়ী, ব্লাক বেল্ট), মো: স্বপন মিয়া (ব্যবসায়ী, ব্লাক বেল্ট) , মোঃ আলী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক), এবং ব্লাক বেল্ট ফজলুল হক সহ ক্লাবের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।