সাইফুল্লাহ বাদলের পুত্র নয়ন’র মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

43
সাইফুল্লাহ বাদল পুত্র নয়ন’র মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ সমাচার:

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের বড় ছেলে মোসাব্বির আলম নয়নের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৫ই জানুয়ারী) দুপুরে সাইফুল্লাহ বাদলের বাসভনে এ মিলাদ, দোয়া ও খাবারের আয়োজন করা হয়। দোয়ায় মৃতের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলী, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হক নিপু, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও থানা আওয়ামীলীগের সদস্য আবু মো. শরীফুল হক, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসনাত রহমান বিন্দু, থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন প্রমুখ।