নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মিঠু আলী

30
ববি হাজ্জাজের দলে নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মিঠু আলী

নারায়ণগঞ্জ সমাচার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম। গত শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এসময় তিনি বলেছেন, “মহান আল্লাহ্র প্রতি ভরসা রেখে বলছি, আমাদের লক্ষ্য ১৫১ আসন।” “নির্বাচনের আগে আমরা জাতীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেসব বক্তব্য দিচ্ছেন তা বর্তমান সংঘাতময় পরিস্থিতিকে আরও উষ্কে দিচ্ছে বলে আমরা মনে করি।”

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে যারা যারা অর্থ পাচার করেছেন, ব্যাংক লুট করেছেন, শেয়ার মার্কেটে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়েছেন, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন তাঁদের তালিকা প্রণয়ন করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।“

নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে সন্দেহ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন,” নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয় নাই। যদি আমাদের নিকট দৃঢ়ভাবে প্রতীয়মান হয়, সরকার কাউকেই নির্বাচনের মাঠে লড়তে দিবে না অথবা আমাদের প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট এবং কর্মী-সমর্থকদের কাউকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দিবে না তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পিছুপা হবো না।”

প্রার্থী ঘোষণার প্রথম পর্যায়ের ৩০ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এনডিএম এর যুগ্ম মহাসচিব এবং দলের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোমিনুল আমিন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ এবং ঢাকা-৬, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান ঢাকা-১৩, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা চাঁদপুর-৩, বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার-৪, শাহাদাত হোসেন চাঁদপুর-৪, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান মেহেরপুর-২, নুরুল আমিন লিটন চাঁদপুর-২, মোঃ এমরান চৌধুরী চট্রগ্রাম-১৩, মোজাফফর হোসেন দিনাজপুর-৩, মিজানুর রহমান জামালপুর-৫, ডা.লিয়াকত আলী টাঙ্গাইল-৮, দিদারুল ইসলাম নড়াইল-২, সানোয়ার হোসেন গাইবান্ধা-৪, মো, মিঠু আলী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও উপজেলা) সহ অন্যান্য সংসদীয় আসনে প্রার্থীদের নাম এসময় ঘোষিত হয়।