
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ বর্ষের কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ প্যানেল ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে।
গতকাল রবিবার (১৫ই জানুয়ারী) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বিকেলের দিকে নির্বাচন কমিশানরদের কাছে উভয় প্যানেল এ মনোনয়ন জমা দেয়।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি রবিউল আলম রনি, সাধারণ সম্পাদক মো. মহসিন মিঞা, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. স্বপন ভুইয়া, আপ্যায়ন সম্পাদক অঞ্জন দাস, লাইব্রেরী সম্পাদক মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল মান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া আমিন কাঞ্চি, সমাজসেবা সম্পাদক মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সদস্য নারায়ণ চন্দ্র দাস, নুরী নাজমুল আলম, আলী আকবর, হালিমা আক্তার, ও ফাহিমা রহমান পায়েল।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে এড. আহসান হাবিব শাহীন, সিনিয়র সহ-সভাপতি এড. মো. সুমন মিয়া, সহ-সভাপতি মো. জুবায়ের আলম জীবন, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ শেখ আনজুম আহম্মেদ রিফাত, আপ্যায়ন সম্পাদক আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ, মো. সুমন মিয়া, মো. আদনান মোল্লা, ফাতেমা খাতুন ও সাজিয়া আক্তার।