আজমেরী ওসমানের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

18

নারায়ণগঞ্জ সমাচার:

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে আজমেরী ওসমানের পক্ষে ভাষা শহীদদের স্মরণ করেছে সর্বস্তরের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে চাষাড়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।

প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমান ফুটবল একাডেমী, ক্রিকেট একাডেমী, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও কল্যাণ সমিতি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। শ্রদ্ধাজ্ঞাপন শেষে মাসদাইর কবররস্থানে গিয়ে ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা, নাগিনা জোহা, প্রয়াত এমপি নাসিম ওসমানের কবর জিয়ারত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ক্যাবল ডিস ব্যবসায়ী নেতা ও জাতীয় পার্টির নেতা আলী হায়দার শামীম, নাসির হোসেন, মনির হোসেন, ইব্রাহীম, মিঠু, সাদ্দাম প্রমুখ।