
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর থানাধীন সৈয়দপুর এলাকায় বঙ্গবন্ধু হাইস্কুলের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, ছগীর আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়কোবাদ রুবেল, জামিল হোসেন রনি।
সম্মেলনে এককভাবে সভাপতি প্রার্থী হন স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিউল বাসার বাবু এবং সাধারণ সম্পাদক প্রার্থী হন দুজন। তারা হলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রানা আহমেদ রবি ও রফিকুল ইসলাম প্রধান। প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাইপূর্বক আগামী কয়েকদিনের মধ্যেই সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।