নার্সিং ইনিস্টিটিউট স্থাপনের নিমিত্তে নগরভবনে দ্বিপাক্ষিক আলোচনা সভা

64
নার্সিং ইনিস্টিটিউট স্থাপনের নিমিত্তে নগরভবনে দ্বিপাক্ষিক আলোচনা সভা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ নগরীর ২১ নং ওয়ার্ডে অবস্থিত নগর মাতৃসদনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নার্সিং ইনিস্টিটিউট স্থাপনের নিমিত্তে নগর ভবনের সভাকক্ষে  একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, আরবান প্রজেক্ট ম্যানেজার ডাঃ নেসার হাসান, পিএস টু মেয়র মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

নার্সিং ইনিস্টিটিউট স্থাপনের নিমিত্তে নগরভবনে দ্বিপাক্ষিক আলোচনা সভা

অপরদিকে, সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে প্রেসিডেন্ট ডা. আবু হেনা মোস্তফা কামাল, সংগঠনের বাংলাদেশ এর হেড অফ অপারেশনস্ আল-ইমরান সরকার, পরিচালক এইচ আর আলিমুর রহমান, এসবিএফ নার্সিং ইনস্টিউট, লালমনিরহাটের পরিচালক এইচ আর বীর মুক্তিযোদ্ধা ডা. এস এম শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ডা. তিহান আহনাফ নাওয়ার এবং ডা. সুমাইয়া সোমাও সভায় অংশগ্রহণ করেন।