
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ নগরীর ২৭ টি ওয়ার্ডের সকল প্রাথমিক স্বাস্থ্যসেবাকর্মী ও ইপিআই টিকা প্রদানকারী এনজিও প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ত্রৈমাসিক রিভিউ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত নগর ভবনের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী, নারায়ণগঞ্জ সিভিল সার্জন’র মেডিকেল অফিসার ডাঃ শিল্পি আক্তার, ইউনিসেফ এর হেলথ অফিসার ডাঃ আশিক রেজা, ইপিআই কনসালটেন্ট ডাঃ ফারহানা রহমান, সেভ দ্য চিলড্রেন এর পি এইচ ই ডাঃ মোহাম্মদ নিজাম আলী উপস্থিত ছিলেন।