
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের একাংশের সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির বলেছেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের অবৈধ সম্মেলন প্রস্তুত কমিটি আগামী ১১ই মার্চ একটি অবৈধ সম্মেলন করার পায়তারা করছে। অবৈধ এ সম্মেলনকে আমরা মানিনা, মানবো না এবং এই অবৈধ সম্মেলন কোনো অবস্থাতেই আমরা করতে দিবো না।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের অবৈধ সম্মেলন প্রস্তুত কমিটি কর্তৃক আগামী ১১ই মার্চ সম্মেলনের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
রবিবার (০৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি ২নং রেল গেইট থেকে নারায়ণগঞ্জ ক্লাব চত্বর হয়ে পুনরায় ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় হুমায়ন কবির বলেন, এই অবৈধ সম্মেলন প্রস্তুত কমিটিকে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজম খসরু সাহেব এককভাবে সহযোগীতা করার চেষ্টা করছে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পরেও যদি তারা সম্মেলন করার কোনো পায়তারা করে, তাহলে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করে ঠেকিয়ে দিবো। এতে যদি কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তাহলে এই অবৈধ সম্মেলন প্রস্তুত কমিটি এর দায়ভার নিবে, আমরা নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ এর কোনো দায়ভার নিবো না।
এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান খোকা, আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, মহিলা সম্পাদিকা নিশী, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক বিপ্লব, সোহেল প্রমুখ।