ইপিআই কার্যক্রমকে শক্তিশালী করতে ৬ নং ওয়ার্ডে কর্মশালা

52

নারায়ণগঞ্জ সমাচার:

সম্প্রসারিত ইপিআই কার্যক্রমকে শক্তিশালী ও সাফল্যমণ্ডিত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে কমিউনিটি ডায়লগ, কমিউনিটি গ্রুপ মিটিং পরিকল্পনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডায়লগ, পরিকল্পনা ও কর্মশালায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, মনোয়ারা বেগম, ইপিআই সুপারভাইজার, এনজিও কর্মী, ভ্যাকসিনেটর সুপারভাইজার, ওয়ার্ড সচিব, ইপিআই টিকাদানকারী, নারী নেত্রী, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।