আটা ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

35

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির নব নির্বাচিত ত্রি-বার্ষিক (২০২৩-২০২৫) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা ২৩’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৩ মার্চ) বেলা ১২টায় নিতাইগঞ্জ মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সদ্য সাবেক সভাপতি ও আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ (বিপিএএ)।

এসময় আরও উপস্থিত ছিলেন আটা ময়দা মিল মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি জসিম উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টু, কার্যকরী সদস্য মো. সোহাগ হোসাইন ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম মোল্লা প্রমুখ।