বিভাগীয় প্রধানকে ফার্মা অ্যালামনাই এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

129
বিভাগীয় প্রধান ড.অপূর্ব কুমার বর্মনকে ফার্মা অ্যালামনাই এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সমাচার:

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. অপূর্ব কুমার বর্মনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ শনিবার (১লা এপ্রিল) বিশ^বিদ্যালয়ের ফার্মা অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ফার্মা অ্যালামনাই এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন কুমার কর, ফার্মেসী বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী হিমু, ১১তম ব্যাচের রাতুল, অনিক, ১৩তম ব্যাচের তিথি সাহা সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

নতুন বিভাগীয় প্রধান ড. অপূর্ব কুমার বর্মন এসময় বলেন, নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ আমার জন্য। সকল শিক্ষকমন্ডলীদের পরামর্শক্রমে শিক্ষার্থীদের সুবিধাগুলো সবসময় বিবেচনায় নিয়ে আর. পি. সাহা বিশ্বাবিদ্যালয়ের ফার্মেসী বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবো। এসময় তিনি বিশ^বিদ্যালয়ের ভি.সি. ও রেজিস্ট্রার সহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।