নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের মিলাদ ও দোয়া

17
নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ সমাচার:

মহান স্বাধীণতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে ওয়ার্ডে এ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলজার হোসেন, থানা বিএনপির সদস্য সচিব শাহআলম হীরা, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুইয়া, মোশারফ হোসেন, টি এইচ তোফা, শামসুদ্দিন শেখ, সাখাওয়াত হোসেন মোল্লা, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর আলম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।