
নারায়ণগঞ্জ সমাচার:
২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের তৎকালীণ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে জানান তার ছোট ভাই, নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।
এ কর্মসূচীর প্রথমদিনে বাপ্পীর আরেক ছোট ভাই রাজীবুল হাসাস রানা’র বন্ধু মহলের পক্ষ থেকে আয়োজিত মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কর্মসূচী গ্রহনের বিষয়ে জানান তিনি।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ১৮ নং ওয়ার্ডের বাপ্পী চত্বরে এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান মুন্না বলেন, আমি বিশ্বাস করি শহীদ সাইদুল হাসান বাপ্পীর নাম ১৮ নং ওয়ার্ডবাসীসহ সমগ্র নারায়ণগঞ্জবাসী সর্বদা মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার বন্ধুমহল, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষি ও পরিবারের পক্ষ থেকে ৭ দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে ১৬ই জুন সকালে শোকর্যালি, ভাইয়ার (বাপ্পীর) কবরে পুস্পস্তবক অর্পণ, মিলাদ, দোয়ার পাশাপাশি আজ থেকে শুরু করে আগামী ৭ দিন পর্যন্ত বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, আপনাদের স্নেহের ও ভালোবাসার বাপ্পীর মিলাদ ও দোয়ায় উপস্থিত থেকে তার জন্য আপনাদের সকলকে দোয়া করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া শেষে কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ স্থানীয় মুরুব্বীগণ নেওয়াজ বিতরণ করেন।