
নারায়ণগঞ্জ সমাচার:
২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের তৎকালীণ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সোলেমান, সামছুল ও রানার উদ্যোগে দক্ষিণ নলুয়া জামে মসজিদে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বাদ আসর এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সাদেক হোসেন।
আরও উপস্থিত ছিলেন হাজী নাসিম হোসেন, মো. আক্তার হোসেন, শহীদ বাপ্পীর ছোট ভাই তাইফুল হাসান তান্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিবৃন্দসহ স্থানীয় মুরুব্বীগণ নেওয়াজ বিতরণ করেন।