নারায়ণগঞ্জ শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মতবিনিময়

22

 নারায়ণগঞ্জ সমাচার: 

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের বিশেষজ্ঞ চিকিৎসকগণের সাথে ্এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে চাষাড়া বালুর মাঠস্থ প্যারাডাইজ ক্যাসেল ভবনের ৮তলায় অবস্থিত ব্লু-পিয়ার রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা: আবদুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ডা. ওয়াসেফুর রহমান শিমুল। সভায় চিকিৎসকদের মধ্যে মতামত ও পরামর্শ প্রদান করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগীয় প্রধান ডা. শেখ মোস্তফা আলী, মেডিস্টার জেনারেল হাসপাতালের কর্ণধার ডা: লায়লা পারভীন বানু (মাধবী)।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: আবদুল হান্নান বলেন, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালটি ২০১৭ সালে চালু হয়েছে। এখানে, বর্তমানে ৯ তলা ভবনে আমরা ২৫০ বেড চালু রেখেছি। এটিকে সম্প্রসারণ করা হচ্ছে, এটিকে ১০০০ বেডের একটি বড় ও সর্বাধুনিক প্রযুক্তি সমন্বিত হাসপাতাল করার কাজ চলমান আছে। একইসাথে এটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার কাজও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ অঞ্চলে মেডিকেল শিক্ষা, উন্নত চিকিৎসা, নার্সিং এডুকেশন এবং টেকনোলজিস্টদের নিয়ে আমাদের অনেক ভাবনাও আছে। চিকিৎসাক্ষেত্রে এখানে একটা বড়-সড় সাপোর্ট সিস্টেম আগামীতে ডেভেলপ করবে বলে আমরা আশা করছি। এ কাজে আমাদের এই অঞ্চলের সকল মানুষের সহযোগীতা প্রয়োজন। এ লক্ষ্যে এই অঞ্চলে যে সকল চিকিৎসকরা শ্রম দিয়ে তাদের কাজ করছেন তাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আজকের আমাদের এই আয়োজন।

হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, এই হাসপাতালটিতে ১০ বেডের আই সি ইউ, ১০ বেডের সি সি ইউ, ৪০ বেডের এন আই সি ইউ, ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এছাড়াও আমাদের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টও যথেষ্ট সমৃদ্ধ। এখানে প্রায় ৮/১০ জন ক্যাজুয়ালটি রোগীকে আমরা চিকিৎসা দিতে পারি। এই কার্যক্রমগুলো হাসপাতালটিকে পূর্ণতা দান করেছে বলে আমরা মনে করি। এটাকে আমরা একটা ট্রমা সেন্টারে রূপ দিতে চাচ্ছি, যাতে করে সকল ধরনের রোগীকে আমরা সেবা দিতে পারি। আমাদের অনেক চিন্তা-ভাবনা আছে, যা আমরা পর্যায়ক্রমে সম্পন্ন করতে চাচ্ছি।

উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর ভরসার স্থলে জায়গা করে নিতে চাই আমরা। এ লক্ষ্যে চিকিৎসকদের আহবান জানাচ্ছি, আমরা আপনাদের খুবই কাছে আছি, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হাসপাতালটি ব্যবহার করে করুন। আপনারা নিজেরা উপকৃত হবেন এবং আপনাদের রোগীরাও উপকৃত হবে এবং এই হাসপাতালটি সমৃদ্ধশালী হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহরের বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইনী এন্ড অবস, সিনিয়র কনসালটেন্ট ডা: অমল কুমার রায়, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ইসি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, সেবা মান কমিটির পরিচালক ও চেয়ারম্যান প্রফেসর মো. খালেকুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন (অব:), পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর তৌহিদা ফারুকী, ইউএস বাংলা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেগম শামসুন নাহার শিরীন, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এর মেডিকেল অফিসার ডা. গোলাম মোর্শেদ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান রিয়াজুল মাহমুদ রিয়াজ।