
নারায়ণগঞ্জ সমাচার:
আওয়ামীলীগ-যুবলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ১৮নং ওয়ার্ডবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত ছাত্রলীগ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী গৃহিত কর্মসূচীর ৪র্থ দিন ১৬ই জুন (শুক্রবার) সকালে শোক র্যালির আয়োজন করে মরহুমের পরিবার ও এলাকাবাসী। র্যালিটি ওয়ার্ডের বাপ্পী চত্বর থেকে শুরু হয়ে পাইকপাড়া কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে সাইদুল হাসান বাপ্পীর কবরে একে একে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

এসময় শহীদ বাপ্পী স্মৃতি সংসদ, দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটি, আল আমিন নগর এলাকাবাসী ও খাজাবাবার আশেকানবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ, ১৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি ও যুব সংহতি, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, ১৮নং ওয়ার্ডবাসী, সামাজিক সংগঠন সূর্য তরুণ, সূর্যাস্তের সাথী, সূর্য সৈনিক, শহীদ বাপ্পীর বন্ধুমহল, প্রয়াতের ছোট ভাই কাউন্সিলর কামরুল হাসান মুন্নার বন্ধুমহল, রাজিবুল হাসান রানার বন্ধু মহল, তাইফুল হাসান তান্নার বন্ধুমহল, রাকিবুল হাসান রিয়নের বন্ধুমহল, নিঝুমের বন্ধুমহল, টিটুর বন্ধুমহল ও মরহুমের পরিবারবর্গসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে সাইদুল হাসান বাপ্পীসহ ১৬ই জুন বোমা হামলায় প্রাণ হারানো সকলের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরে বাপ্পীর পরিবারবর্গের উদ্যোগে তার বাসভবন হাসান মঞ্জিলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সাদেক হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রয়াতের ছোট ভাই কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগ নেতা শাহীন, মহানগর জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন বিটু, গোগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার বাপ্পী, ছাত্রলীগ নেতা কাউসার।

এছাড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ এ দোয়ায় উপস্থিত ছিলেন। পাশাপাশি শহীদ বাপ্পী স্মৃতি সংসদের উদ্যোগে বাদ এশা সংসদ কার্যালয়ে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। এর আগে, দুপুর ১২টা শীতলক্ষ্যা সত্য নারায়ণ জিউর মন্দির কমিটির মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থণা করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ১৬ই জুন চাষাড়ায় আওয়ামীলীগ অফিসে মর্মান্তিক বোমা হামলায় সাইদুল হাসান বাপ্পীসহ প্রাণ হারান ২০ জন। পা হারান চন্দন শীল ও রতন। এ হামলায় আহত হন সংসদ সদস্য শামীম ওসমানও।