বাপ্পী’র শাহাদাৎ বার্ষিকীতে তান্না’র বন্ধু মহলের মিলাদ ও দোয়া

86

 নারায়ণগঞ্জ সমাচার: 

১৮ নং ওয়ার্ডের কৃতি সন্তান, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তার ছোট ভাই তাইফুল হাসান তান্না’র বন্ধু মহলের উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুন) বাদ যোহর মরহুমের বাসভবনের সামনে এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সাদেক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রয়াতের ছোট ভাই ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

এছাড়া, তাইফুল হাসান তান্নার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাত, বাবু, মিঠু, জামান, খোকন, লিমন, সোহেল, মিঠু, সিরাজ, মামুন, কেলে, মিরান, জাহাঙ্গীর, শামীম, রাশেদ, সেন্টু, মোর্শেদ, দেলোয়ার, মঈন, দেলোয়ার।

বাপ্পীর ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী গৃহীত কর্মুসচীর শেষ দিন বাদ জোহর আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিবৃন্দসহ স্থানীয় মুরুব্বীগণ নেওয়াজ বিতরণ করেন।