১৮ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বোমা হামলায় শহীদ বাপ্পীকে স্মরণ

19

 নারায়ণগঞ্জ সমাচার:

২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের তৎকালীণ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৮ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

৭ দিন ব্যাপী কর্মসূচীর শেষ দিন রবিবার (১৮ জুন) বাদ জোহর ওয়ার্ডের শহীদ বাপ্পী স্মৃতি সংসদের সামনে এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।

এসময় প্রয়াতের ছোট ভাই, নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান মুন্নাসহ ওয়ার্ড আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে সাইদুল হাসান বাপ্পীসহ ১৬ই জুন যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের ও হাসান পরিবারের মৃত সকলের রূহের মাগফেরাত ও জীবিক সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এর আগে, বাপ্পীর ছোট ভাই তাইফুল হাসান তান্নার বন্ধু মহলের পক্ষ থেকেও মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়।