
নারায়ণগঞ্জ সমাচার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
গতকাল বুধবার সকালে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।