ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ডিগ্রি লাভ বাপ্পী কণ্যা বিদিশা’র

157
ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ডিগ্রি লাভ বাপ্পী কণ্যা বিদিশা'র

নারায়ণগঞ্জ সমাচার:

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ল্যান্ড ইকোনমি বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে নারায়ণগঞ্জের মেয়ে তাসনিম হাসান বিদিশা।

২০০১ সালের ১৬ই জুন চাষাড়া আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় নিহত শহীদ সাইদুল হাসান বাপ্পীর একমাত্র সন্তান তিনি।

পারিবারিক সুত্রে জানা যায়, ২০০১ সালের ১৬ই জুন চাষাড়া আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় যখন সাইদুল হাসান বাপ্পী নিহত হন তখনও বিদিশা জানতো না যে, তাঁর বাবা আর বেঁচে নেই। বাবার ভালোবাসা কি তাও বুঝতো না সে। তখন বিদিশার বয়স মাত্র পাঁচ (৫) মাস। সেই বিদিশা এখন অনেক বড় হয়েছে। ও লেভেল, এ লেভেলের গণ্ডি পেরিয়ে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিও পেরিয়েছে । অর্জন করেছে লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি। লন্ডনের খ্যাতনামা বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ল্যান্ড ইকোনমি বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।

বাবার মতোই সদাহাস্যজ্জল প্রাণচঞ্চল বিদিশার এই ফলাফলে খুশি পরিবারের সবাই। বাবার মতোই আলো ছড়িয়ে আরও বহুদূর এগিয়ে যাক এই প্রত্যাশা তাঁর পরিবারের।