না.গঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকি

146
না.গঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকি

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় ইংরেজি দৈনিক “দ্যা নিউ এইজ” পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২৪ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে অপরিচিত নম্বও (০১৮১৯৯৬২৪২৭) থেকে তাকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপার্যায়ে হত্যার হুমকি প্রদান করে।

ঘটনার পর সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রফিকুল ইসলাম জীবন।

জিডি সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম জীবনের মোবাইল ফোনে ০১৮১৯৯৬২৪২৭ এই নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকে এবং একার্যায়ে তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে এই নাম্বারটির সম্পর্কে খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন, হত্যার হুমকি প্রদানকারী ব্যক্তি আবু আল আল আমিন খান মিঠু। এমতাবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় থাকায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।

অপর এক সুত্রে জানা যায়, দৈনিক কালবেলার নারায়ণগঞ্জ প্রতিনিধি, আবু আল আমিন খান মিঠুর বিরুদ্ধে ৬টি বিবাহ, স্ত্রীকে মারধর-শারীরিক নির্যাতন ও সন্তানকে জোর করে নিজের কাছে রেখে দেয়ার বিষয় জানিয়ে বিচার দাবি করে মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেয় তার স্ত্রী রাবেয়া সুলতানা। অভিযোগে ঐ নারী আরও উল্লেখ করেন, আমি আমার স্বামীর স্ত্রী থাকা অবস্থায় আমাকে না জানিয়ে মিঠু আরেক বিয়ে করে। পরে আমার আড়াই বছরের কণ্যা সন্তানকে জোর করে রেখে দেন এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করে। এমন শারীরিক নির্যাতন আমার স্বামী প্রায়ই করেন, গতকালও যার ব্যতিক্রম হয়নি। মারতে মারতে আমার মাথা পর্যন্ত ফেটে রক্তাক্ত হয়। শুধু তাই নয়, অভিযোগ দেয়ার কারণে বেপরোয়া মিঠু নিজের স্ত্রীকে প্রেসক্লাবে এনে তার শ্বশুর-শাশুড়ির সামনেই প্রেসক্লাবের লিফটের সামনে মারধর করে। এ সংক্রান্ত সিসিটিভি’র একটি ফুটেজ ইতিমধ্যেই ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে।

এদিকে,  প্রেসক্লাব সাধারণ সম্পাদককে হত্যার হুমকি দেয়ায় নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক অঙ্গনে। সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকরা ঘৃণ্য এ অপরাধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আবু আল আমিন মিঠুর সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এছাড়াও জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর আপন ছোট ভাই হচ্ছেন এই আবু আল আমিন মিঠু। এদিকে, মিঠুর এমন কর্মকান্ডে নারায়ণগঞ্জ শহরসহ পুরো জেলাজুড়ে বিতর্কিত দুই ভাই টিপু ও মিঠুকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।