প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে রোল মডেল হবে নারায়ণগঞ্জ : ডিসি মাহমুদুল হক

11
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে রোল মডেল হবে নারায়ণগঞ্জ : ডিসি মাহমুদুল হক

নারায়ণগঞ্জ সমাচার:

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, এই জেলায় আগামী ৩০ বছর পর শিক্ষা ব্যবস্থার কি হবে এটা নির্ভর করছে এই অডিটরিয়ামে বসা মানুষগুলোর উপর। আমি খুবই আশাবাদী, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ জেলায় পরিণত হবে নারায়ণগঞ্জ এবং এটা হবে আপনাদের সকলের সহযোগীতায়।

নারায়ণগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার ৫৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অনেকেই শিক্ষাক্ষেত্রের উন্নয়ন নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসন ক্যাডারে যোগ দেয়ার পূর্বে আমি একজন শিক্ষক ছিলাম। তাই শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার ক্ষেত্রে আমার একটা দূর্বলতা রয়েছে। আমি যেখানেই যাই, সেখানেই স্কুল ভিজিট করি, সেখানে শিক্ষকদের সাথে কথা বলি। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারেন।

তিনি বলেন, আমাদের দেশে সৃজনশীল পড়াশোনা শুরু হয়েছে। কারণ সারাক্ষণ বাচ্চাদের পড়িয়ে খুব যে পড়ালেখা শিখে ফেলবে এটা কোনো পলিসি তে পড়ে না। তাহলে বিদেশীরাও তাই করতো, সারাক্ষণ বাচ্চাদেরকে পড়ার টেবিলে রাখতো, খেলতে দিতো না, গল্প বলতে দিতো না। ইংল্যান্ডে বাচ্চাদের গল্প বলার আসর আছে। আসলে মুখস্ত করে পড়াশোনা হয় না, এটাই সৃজনশীলতা। তাই বাচ্চাদের সৃজনশীলভাবে পড়াশোনা করাতে হবে। তাদের সাথে গল্প করতে হবে, তাদের প্রতি আলাদা যত্ন নিতে হবে। তাদেরকে সময় দিতে হবে। তাহলেই তারা প্রকৃত শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, আপনাদের সকলকে তথা সম্মাণিত শিক্ষকমন্ডলীকে এতো আগে ডাকার কারণ হলো, আমি কিছু মডেল স্কুল করতে চাই। এই জেলায় আগামী ৩০ বছর পর শিক্ষা ব্যবস্থার কি হবে এটা নির্ভর করছে এই অডিটরিয়ামে বসা মানুষগুলোর উপর। আমি খুবই আশাবাদী, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ জেলায় পরিণত হবে নারায়ণগঞ্জ এবং এটা হবে আপনাদের সকলের সহযোগীতায়।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাফিয়া আক্তার শিমু, জেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী প্রমুখ।