তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

18
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নারায়ণগঞ্জ সমাচার:

বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

গতকাল বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে খানপুর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা “তারেক রহমানের” সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত উল্লেখ করে নানা শ্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তার সিদ্ধান্তকে বাংলাদেশের সমগ্র ছাত্রদল তথা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাদরে গ্রহন করেছে। রাশেদ ইকবাল খান ভাই ও জুয়েল ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের সরকার পতনের আন্দোলনে আরও বেশী সক্রিয় ভুমিকা পালন করবে। আপনারা জানেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে এবং পুরাতন মামলায় তাদের বিরুদ্ধে বিভিন্ন সাজা দেয়া হচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু দমে যাওয়ার সংগঠন নয়, থেমে যাওয়ার সংগঠন নয়। ইনশাআল্লাহ ২০২৩ সালের এই স্বৈরাচারী সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই রাজপথে থেকে পতন করবে এবং ছাত্রদলই সর্বপ্রথম বিজয়ের পতাকা উড়াবে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মোক্তাদির হোসেন হৃদয়, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহামুদ, সাবেক সদস্য সিফাতুর রহমান রাজু, দপ্তর সম্পাদক ফাহিম, মহানগর ছাত্রদল নেতা হাবিব, কামাল হোসেন, ইসমাইল হোসেন বাবু, তোফাজ্জল, নবির হোসেন, মোহাম্মদ আলী, হোসেন মুন্সি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদের জিলানী হিরা, শাহাদাত হোসেন রনি, আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ ছাত্রদল নেতা আরিফ খান, তন্ময়, জুবায়ের, আবির, সাফিন, মেহেদী হাসান বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব সাকিব রায়হান, যুগ্ম আহবায়ক আলমিন, রোমান, লিয়ন, সাইফুল, হাসিব, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রবিন সরকার পায়েল, অনিক, সাদিক তোলারাম কলেজর যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান অনু, ফারুক খান সুজন, তোফায়েল, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল নেতা শোয়েব, আসিফ, জিতু সিমান্ত সহ আরও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।