শতবর্ষী পুরোনো রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ আমলাপাড়ায়

26

নারায়ণগঞ্জ সমাচার:

শহরের আমলাপাড়া এলাকায় শতবর্ষী পুরোনো রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আব্রাহাম রিয়েল স্টেট হাউজিংয়ের পরিচালক মো. মুন্না, মৃত আঃ রশিদের পুত্র রওশন জামাল, শহিদ জামাল এবং অহিদ জামালের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন আমলাপাড়া নিবাসী মৃত সামসুল হুদার পুত্র মো. সেলিম (৫৫)। পিটিশন মামলার নং- ৮০৭/২০২৩।
এদিকে, মামলা নথিভুক্ত করে ১৪৫ ধারা জারি করে আদালত। আদেশে মহামান্য আদালত বলেন, বাদীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে উল্লেখিত ভুমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো পক্ষ কোনো নির্মাণ, পরিবর্তন বা পরিবর্ধনের কাজ করতে পারবে না। এ বিষয়ে আগামী ২১ নভেম্বর যাবতীয় প্রয়োজনীয় কাগজ পত্র সহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মেহেদী হাসান বলেন, আদালতের নির্দেশে উক্ত জমিতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে তাই আমরা এখানে উপস্থিত হয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং আদালতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো কাজ না করতে উভয় পক্ষকে বলেছি। এছাড়া, আগামী ২১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আদালতে হাজির হতে উভয় পক্ষকে জানিয়েছি।

তফসিল: জেলা, থানা ও সিটি কর্পোরেশন-নারায়ণগঞ্জ অধীন, সেঃ মেঃ ১৯০ নং চাষাড়া ‘ম’ খন্ড মৌজাস্থিত সেঃ মিঃ সি.এস- ২৫, এস.এ- ২৭১ নং, আর. এস. ৪২৩ নং খতিয়ান ভূক্তঃ- দাগ নং- সি.এস-৩১৫, ৩১৬, ৩২২, এস.এ- ৫৩১,৫৩৬, ৫৩৭, আর. এস- ৫৩৭, ৫৩৯, ৫৪০, ৫৪১, ৫৪২, পরিমান- ৩৭ শতাশের অন্দরে ০১ (এক) শতাংশ, রকম- রাস্তা।