
নারায়ণগঞ্জ সমাচার :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জুয়েলী ভুইয়া বলেছেন, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের সময় ছিলাম না তাদের সকলের উচিত স্বাধীণতাকে রক্ষা করা। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কিছুটা হলেও কাজ করা। তারই ধারাবাহিকতায় আজকে আমার এ আয়োজন। আমি চাচ্ছি মানুষের পাশে দাড়িয়ে মানুষের সেবা করতে। অসহায়, দু:স্থ ও সমস্যাগ্রস্থ মানুষের পাশে দাড়াতে।
দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষুধ বিতরণ, ছানি রোগী বাছাই এবং সাধারণ (মেডিসিন) রোগের চিকিৎসা সেবা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আজ শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীণতা দিবসের রজত জয়ন্তী উপলক্ষ্যে শিশু নিকেতন কিন্ডার গার্টেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ও আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জুয়েলী ভুইয়ার উদ্যোগে নগরীর পাইকপাড়া ছোট কবরস্থান সংলগ্ন শিশু নিকেতন কিন্ডার গার্টেন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জুয়েলী ভুইয়া বলেন, যে সকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলার পূর্ব আকাশে উদিত হয়েছিলো রক্তিম লাল সূর্য, পেয়েছি লাল সবুজ পতাকা, বিশে^র বুকে পরিচিত হয়েছে বাংলাদেশ নামে একটি দেশ, আমরা পেয়েছি একটি স্বাধীণ দেশ সেই সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকে আমার এ আয়োজন।
তিনি বলেন, বিশেষ করে নারীদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যা তারা কাউকে বলতে পারে না। যেহেতু আমি একজন নারী তাই আমি নারীদের সকল সমস্যা সমাধানে তাদের পাশে দাড়াতে চাই। তাই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি। এর আগেও আমি কয়েকবার এ ধরনের সেবা দিয়েছি।
তিনি আরও বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা চাই। আমি চাই আপনারা আমার পাশে থাকেন। ভোট বড় জিনিস না, আমি ভোটের কথা বলবো না।
নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের ডাক্তারবৃন্দ ও নার্সদের সহযোগীতায় সকাল ১০টা থেকে বিকেল ৩ পর্যন্ত একযোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে এ চিকিৎসা সেবা গ্রহন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ভুইয়ার পুত্র লিকু ভুইয়া, খলিলুর রহমান সোহেল সহ এলাকার স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।