
নারায়ণগঞ্জ সমাচার:
সাংবাদিক প্রীতমের উপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
সোমবার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার হবে এবং অপরাধী যেই হোক কোনো ছাড় দেয়া হবে না।
স্মারকলিপি দেওয়ার সময় নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক গাফ্ফার হোসেন লিটন, সাংবাদিক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক মশিউর রহমান, দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, রিপোর্টার আশেকুর রহমান সাজু, ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, রিপন মাহমুদ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৩ মার্চ পেশাগত দায়িত্বপালন কালে ফটো সাংবাদিক প্রীতমের উপর বর্বোরচিত, সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় সন্ত্রাসী হাজী রিপন, সন্ত্রাসী কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও সন্ত্রাসী স্বপ্ননীড় হাউজিং এর হারুন অর রশিদসহ ৪০/৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে উল্লেখ করে ২৪ মার্চ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।