মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপুর উপর হামলার ঘটনায় মুকুলের নিন্দা

53
মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপুর উপর হামলার ঘটনায় মুকুলের নিন্দা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বহিস্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আতাউর রহমান মুকুল গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি এ ঘটনায় যারা আমাদের জড়াতে চাচ্ছেন তাদের প্রতিও নিন্দা জানাই।

মুকুল বলেন, অনেকেই আমাদেরকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা মারামারির মানুষ নই, মারামারির রাজনীতি পছন্দও করি না। শুনেছি চাঁদাবাজির ঘটনায় তার উপর হামলার ঘটনা ঘটেছে। টিপুর সমর্থক সুজন নামে এক যুবদল কর্মী অনেকের কাছে ফোন করে চাঁদা চাইছে, যাদের কাছে চাঁদা চাইছে তারা হামলা চালিয়েছে বলে শুনেছি।

এর আগে, শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাও এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে একটি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করতে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট দিয়ে পাড় হয়ে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে গেলে একদল দুস্কৃতিকারীরা মহানগর বিএনপির সদস্য সচিবসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্তত ৫ বিএনপি নেতাকর্মী।