
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ভালো মানুষ, কোন সরকারের আমলে তিনি আসছে সেটা দেখার বিষয় নয়। তিনি যেভাবে দিনরাত পরিশ্রম করে ৫ই আগস্ট আমাদেরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে শান্ত রেখেছেন, কন্ট্রোল করেছেন, বাংলাদেশে আর কোনো জেলা প্রশাসক তা করে নাই, তা পারে নাই।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সমাচারের সাথে একান্ত সাক্ষাতে জেলা প্রশাসক সম্পর্কে একথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ঠিক পরদিনই জেলা প্রশাসক সকল দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেছেন, পরিস্থিতি মোকাবিলায় সকলের মতামত নিয়েছেন। যা নি:সন্দেহে খুবই ভালো একটি পদক্ষেপ ছিলো। এছাড়া, জেলা প্রশাসক নিজে স্বাক্ষী, নারায়ণগঞ্জকে সেইভ করার জন্য আমরা তাকে কি ধরনের সহযোগীতা করছি।
তিনি আরও বলেন, আমি কারো নাম বলতে চাই না, কিন্তু নারায়ণগঞ্জে রাজনীতিতে অনেকেই আমার জুনিয়র। অনেকেই ছাত্র রাজনীতি থেকে উঠে আসে নি, আমি ছাত্র রাজনীতিতে থেকে উঠে এসেছি। যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তারা যা পারে, অন্য রাজনীতিবীদরা তা পারে না। পারেনা বলেই মুকুল ও আশার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে যারা নিহত হয়েছে, তারা শামীম ওসমানসহ ওসমান পরিবার ও তাদের অনুসারী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা করেছে। এসকল মামলার বাদীদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো একটি পক্ষ। আমি তাদের পাশে থেকে, তাদের নিরাপত্তা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছি বলেই ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি এবং আজমেরী ওসমান, অয়ন ওসমান, খান মাসুদ ও দুলাল প্রধানের নেতাকর্মীদের সাথে নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায় মুকুল ও আশা। শামীম ওসমান, সেলিম ওসমানসহ ওসমান পরিবারের সকলকে এসব মামলায় আইনের সম্মুখীন হতে হবে, তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে।