সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক তার বাবা

টয়লেটের ফলস সিলিং আর খাটের পেছনে লুকানো ছিল এসব গাজা – পুলিশের চোখ এড়াতে পারেনি মাদক চক্র।

16
“গাঁজার গুদামঘরে” হানা দিল পুলিশ – ১৬ কেজি উদ্ধার, গ্রেপ্তার রিফাত!
“গাঁজার গুদামঘরে” হানা দিল পুলিশ – ১৬ কেজি উদ্ধার, গ্রেপ্তার রিফাত!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ রিফাত হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার পলাতক বাবা মো. সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গত ২২ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকার একটি বাসা থেকে রিফাতকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে রিফাতের ভাড়াকৃত বাসা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জব্দ করা গাঁজা একটি পাটের বস্তা ও একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ছিল। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত রিফাত হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামি মো. সুমন তার বাবা এবং তারা দুজন মিলে দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। পলাতক সুমনের নামে ঢাকার দারুস সালাম ও নিউমার্কেট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রিফাত হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক সুমনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।