পুর্ব শত্রুতার জেরে মারধর করে টাকা ছিনতাই

48
ছিনতাইকারী আপন

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জের পুরাতন কোর্ট এলাকায় ফুটপাতের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে আপন নামে এক ছিনতাইকারী ও তার সংঘবদ্ধ দল।

ছিনতাইয়ের শিকার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীর নাম টিটন চন্দ্র দাস (৩৫)। গত রবিবার ১২ এপ্রিল সকালে পুরাতন কোর্ট মসজিদের বিপরীত পার্শ্বে রূপালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার নারায়ণগঞ্জ সদর উপজেলার উত্তর চাষাঢ়াস্থ চাঁনমারী এলাকার বীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস জানান, পূর্ব শত্রুতার জেরে রবিবার ১২ এপ্রিল সকালে আপন তার সাথে ১০/১৫ জন সন্ত্রাসী প্রকৃতির লােক নিয়ে আমার দোকানে হামলা চালায়। এসময় আপন ও তার গুন্ডা বাহিনী আমার কাছে থাকা নগদ ৪২,২২০/- (বিয়াল্লিশ হাজার দুইশত বিশ) টাকা ছিনিয়ে ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা প্রদান করলে আমাকে ও আমার দোকানের তিনজন কর্মচারীকে মারধর করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে আপন ও তার সাথে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে আমাকে মেরে ফেলারও হুমকি প্রদান করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।