
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং ইলেকট্রনিক সরঞ্জামসহ কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হোসেনের অন্যতম সহযোগী মোঃ মনির হোসেন ওরফে ‘ফাইটার মনির’ (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য ফতুল্লার গলাচিপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার সহযোগী ‘ফাইটার মনির’কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওই বাড়ি থেকে একটি ‘মিনি অস্ত্রাগারের’ সন্ধান পায় পুলিশ।
গ্রেফতারকৃত মনিরের হেফাজত থেকে উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে ২টি বড় স্টিলের ছোরা ও ৬টি সাধারণ ছোরা, ৩টি বড় দা ও ১টি সামুরাই, ১টি বড় ও ১টি ছোট চাপাতি, ১টি বড় হাতুড়ি, ১টি লোহা কাটার ও ১টি করাত, ৩টি লোহার পাইপ এবং ১টি ডেগার ও ১টি রামদা।
অস্ত্রের পাশাপাশি সেখান থেকে ২৪ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার মেশিন, একটি কম্পিউটারের সিপিইউ এবং দুটি মনিটর জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফাইটার মনির এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”







