
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েকদিনের প্রচন্ড তাপদহে দিশেহারা সাধারণ মানুষ। অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের জনজীবন। বিশেষ করে দুপুরে প্রখর রোদে রোজাদারদের একেবারে নাজেহাল অবস্থা। প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের তলায়, ভবনের নীচে কিংবা শীতল কোনো স্থানে। অনেকে আবার একটু স্বস্তি পেতে নদী-পুকুরের পানিতে দীর্ঘ সময় ধরে সাতার কাটে।
এমনই এক নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরে। পুকুরের পানিতে শিশুদের গোসল ও দুরন্তপনা। ওদের দেখে মনে হয়, তপ্ত দুপুরে পানিতেই যেন স্বস্তি।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কারাগারের সামনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুরের পানিতে শিশুদের ডিগবাজি, মনের সুখে পানিতে ভেজা, দল বেধে একসাথে পানিতে লাফ দেয়াসহ শিশু-কিশোরদের মনের আনন্দে গোসলের এ দৃশ্য।
দেখা যায়, কারাগারের সামনের পুকুরটিতে পানিতে শিশু-কিশোররা ডিগবাজি দিচ্ছে, মনের সুখে ভিজছে, ঝাপ দিচ্ছে, লাফ দিচ্ছে আবার উঠছে। কেউ কেউ আবার ককশিট নিয়ে সাঁতার কেটে ভেসে বেড়াচ্ছে, তবে এসব শিশুদের অনেকেই একেবারে উদম গায়ে, লজ্জা বা জড়তা কিছুই তাদের নেই। সব মিলিয়ে বলতে গেলে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা, একেবারে যেন স্বর্গীয় আনন্দে মেতে উঠেছে তারা।
ক্যামেরা দেখেই শিশুরা বলছে ভাই আমাদের ছবি তুলেন, আমরা লাফ দিচ্ছি, এটা বলেই তারা লাফ দিতে শুরু করলো। তারপর তাদের সাথে কথা বলতে চাইলে তারা বলে, আমরা প্রতিদিনই এখানে গোসল করি, খুব মজা লাগে। লকডাউনে স্কুল বন্ধ। তাই মনের আনন্দে পানিতে ভিজছে শিশু-কিশোররা। তারা বলে, এ তপ্ত দুপুরে পুকুরে ঝাঁপ দেয়ার মজাই আলাদা। আহ! কি যে শান্তি তা আপনে বুঝবেন না।
জানা যায়, দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহে হাঁসফাঁস নাগরিক জীবন। গরমের তীব্রতায় আবাল-বৃদ্ধ-বনিতা কাতর হয়ে পড়েছে। সকাল থেকেই গরম হাওয়া। রোদের তেজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতাও। এদিকে তাপমাত্রা সামান্য কমলেও বিরাজমান তাপপ্রবাহ দেশজুড়ে অব্যাহত রয়েছে।