
নারায়ণগঞ্জ সমাচার:
সদর উপজেলা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭)’র ফাইনাল খেলায় ৩-০ গোলের ব্যবধানে এনায়েতনগর ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে ফতুল্লা ইউনিয়ন।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা ইউনিয়নের খেলোয়াররা অত্যন্ত নৈপুণ্যতার সহিত পর পর ৩ গোল করে এএনায়েতনগর ইউনিয়নকে পরাজীত করে।
এর আগে, আনন্দঘন পরিবেশ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ভুমি কমিশনার (এসিল্যান্ড) রেজা মো: গোলাম মাসুম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, আতাউর রহমান প্রধান, ৭ নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকির, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, এস এম আরিফ মিহির প্রমুখ।
উদ্বোধনী খেলায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ৫-৪ গোলে গোগনগর ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়।
আগামী রবিবার ১৩ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।