আলীরটেক আউট, বক্তাবলী সেমিফাইনালে

47
আলীরটেককে হারিয়ে বক্তাবলী সেমিফাইনালে

নারায়ণগঞ্জ সমাচার:

সদর উপজেলা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭)’র ৩য় ম্যাচে ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে আলীরটেক  ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে  বক্তাবলী ইউনিয়ন।

শুক্রবার (১১ জুন) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথমে ১ গোল করে এগিয়ে যায় আলীরটেক ইউনিয়ন। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বক্তাবলীর খেলোয়াররা। অবশেষে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে বক্তাবলী। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে আনে বক্তাবলী।

এসময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান, ০২ নং ওয়ার্ডের মেম্বার মো.আকিল উদ্দিন, ০৯ নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন, আকতারুজ্জামান, শফি মাহমুদ, আনোয়ার প্রমুখ।

আগামী রবিবার ১৩ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।