লকডাউনের তৃতীয় দিনেও কঠোর ছিলো প্রশাসন

53
লকডাউনের তৃতীয় দিনেও কঠোর ছিলো প্রশাসন

নারায়ণগঞ্জ সমাচার:

করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোধ করার লক্ষে নতুন করে আরোপিত কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার নগরীজুড়ে তৎপর ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সড়কে জরুরি প্রয়োজনে ব্যতীত যানবাহনের উপস্থিতি ছিলো না বললেই চলে। মাঝে মাঝে যে ২/১টি ইঞ্জিনচালিত সিএনজি বা অটোরিকশা দেখা গেছে সেগুলোকেও করা হয়েছে জিজ্ঞাসাবাদ। যুক্তিসংগত কারণ বলতে না পারায় হোন্ডা, অটোরিকশায় যাতায়াতকারী ও পায়ে হেটে চলাচলকারীদের অনেককে এদিন গুনতে হয়েছে জরিমানা। বিকেলের দিকে অকারণে ঘর থেকে বের হওয়ায় ২ যুবক ও ২ যুবতীকে প্রায় ১ ঘন্টা আটকে রেখে পরে জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত তানজিয়া এ জরিমানা করেন।

কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) নগরীর চাষাড়ায় বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনকে সহায়তা দিতে মাঠে ছিলো র‍্যাব, পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও আনসার বাহিনীর সদস্যরা।

চাষাড়া, ২ নং রেল গেইট, খানপুরসহ অন্যান্য চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি হয়েছেন পায়ে হেঁটে বের হওয়া মানুষও। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ বহাল থাকবে বলে আগেই জানানো হয়েছে।।