
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)
রোববার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেয়র আইভীর একান্ত ব্যক্তিগত সহকারী আবুল হোসেন বলেন, ‘বাধ্যকজনিত কারণে বিকেলে নিজ বাসায় মেয়র মহোদয়ের আম্মা মারা যান। এশার নামাজের পর বাড়ির পাশে বাইতুন নূর জামে মসজিদ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে মাসদাইর কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।