না:গঞ্জ জেলা পুলিশকে গাড়ী উপহার দিলো মেঘনা গ্রুপ

73

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ জেলা পুলিশকে একটি ডাবল কেবিন পিক‌আপ ভ্যান উপহার দিলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।

আজ রবিবার (২৬ জুলাই) জেলা পুলিশ সুপার কার্যালয়ে গাড়ীটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (প্রশাসন) তৌফিক মাহবুবের হাত থেকে আনুষ্ঠানিকভাবে গাড়ীটির চাবি গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (কারিগরী) কার্তিক চন্দ্র দাস ও সিনিয়র ব্রান্ড ম্যানেজার মোঃ মহিউদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। গাড়ীটি পরে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট সোনারগাঁ থানায় ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।