
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার সহধর্মিণী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবীদ আনোয়ার হোসেন।
শুক্রবার (০৬ আগষ্ট) সন্ধ্যায় নগরীর দেওভোগে অবস্থিত চুনকা কুঠিরে স্বপরিবারে গিয়ে এ সমবেদনা জানান তিনি।
এসময় মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাশে বসে দীর্ঘ সময় আলাপ করেন আনোয়ার হোসেন ও তার সধর্মিণী। এসময় কিছুক্ষণ সমবেদনামূলক কথা বলেন। আলাপচারিতা শেষে মরহুমার রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুমার জামাতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বড় ছেলে আহাম্মদ আলী রেজা রিপন, ছোট ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য ভাসানী, আওয়ামীলীগ নেত্রী লিন্ডা, জেলা পরিষদ সদস্যবৃন্দ ও চেয়ারম্যানের পি এ কামরুল হাসান প্রমুখ।
এর আগে ২৫ জুলাই রাতে মমতাজ বেগমের মৃত্যুর খবর শুনে সাথে সাথেই মেয়রের বাড়িতে গিয়ে মরহুমার পরিবারকে শান্তনা জানান ক্লিন ইমেজের অধিকারী এ রাজনীতিবীদ। একইসাথে মরহুমার জানাযা নামেও অংশগ্রহন করেন তিনি।
উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ও নাসিক মেয়র আইভী একে অপর কাকা-ভাতিজি বলে সম্বোধন করেন। দুজনেই দেওভোগের বাসিন্দা এবং দেওভোগের গর্ভ। তাদের মাঝে চমৎকার সম্পর্ক বিদ্যমান।