প্রধানমন্ত্রীর জন্মদিনে ফতুল্লা থানা আ:লীগের দোয়া ও কেক কাটা

47

নারায়ণগঞ্জ সমাচার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা ও আওয়ামীলীগ সভাপতি, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাইফুল্লাহ বাদলকে কেক খাইয়ে দিচ্ছেন এম শওকত আলী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে থানা আওয়ামীলীগের পঞ্চবটিস্থ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ৭৫ পাউন্ডের কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ালীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, এনায়েতনগরে ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সি: সহ-সভাপতি আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, গিয়াসউদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিান জন্মদিনে এম সাইফুল্লাহ বাদলকে কেক খাইয়ে দিচ্ছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রাজীব হোসেন মিঠু।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, দপ্তর সম্পাদক রাজীব হোসেন মিঠু, কোষাধ্যক্ষ মীর জাকারিয়া জাকির, সদস্য রঞ্জিত মন্ডল প্রমুখ।