
নারায়ণগঞ্জ সমাচার:
সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে মহামারী করোনার বিপর্যয়কে আমরা অতি সহজে কাটিয়ে উঠতে পেরেছি। দেশ আজ উন্নতির শিখরে। ইতিমধ্যেই আমরা মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হয়েছি। শীঘ্রই আমরা উন্নত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করতে যাচ্ছি। আমরা সকলেই যেন মন থেকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, মহান আল্লাহ যাতে উনাকে আরো বেশী নেক হায়াত দান করেন। শেখ হাসিনা বেঁচে থাকলে, বেঁচে থাকবে বাংলাদেশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা ও আওয়ামীলীগ সভাপতি, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলাধীন সনমান্দী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র উদ্যোগে মিলাদ, দোয়া ও কেক কাটাসহ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এ আয়োজন করা হয়।
চেয়ারম্যান এসময় বলেন, দেশ আজ সকল সেক্টরে স্বয়ং সম্পূর্ণ। ডিজিটাল বাংলাদেশে রূপান্তর, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, গ্রামকে শহরে রূপান্তর, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ বড় বড় মেগাপ্রজেক্ট এ সবকিছুই একসময় ছিলো স্বপ্নের মতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এসকল আজ বাস্তবায়নের দ্বারপরান্তে। ইতিমধ্যেই নিজস্ব অর্থ দিয়ে পদ্মাসেতু নির্মান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
তাই উপস্থিত সকলের কাছে শেখ হাসিনার জন্য মন থেকে দোয়া করার আহবান জানান সনমান্দী ইউনিয়নবাসীর নয়নের মনি জাহিদ হাসান জিন্নাহ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত বৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্য, ওসমান পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।