
নারায়ণগঞ্জ সমাচার:
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সকলেই জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটু ভুখন্ড দিয়েছেন, একটি স্বাধীণ সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন। কিন্তু তার কণ্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্নয়নের পথে বহুদুর নিয়ে যাচ্ছেন। তার হাত ধরে আজ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এক কথায় বলতে গেলে ডিজিটাল বাংলাদেশের জনক বা স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মহানগর যুবলীগ আয়োজিত কেক কাটা ও দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার জেলা-মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ে উন্নীত করেছেন। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করে উনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশকে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড বা টেকসই উন্নয়নের এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। টেকনাফ থেকে তেতুলিয়া সকল জেলায় উন্নয়ন হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে ৬১ টি জেলাকে শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। শুধু উন্নয়নই নয় বেশ কিছু ভাতা উনি দিচ্ছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ আরও অনেক।
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এড. আনিসুর রহমান দিপু, এড. আসাদুজ্জামান, আদীনাথ বসু, জাহাঙ্গীর হোসেন, কামরুল হুদা বাবু, ফয়জুল ইসলাম রুবেল প্রমুখ।