
নারায়ণগঞ্জ সমাচার:
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু গঠনই নয়, কাকরাইলে জায়গাও দিয়েছেন তিনি। তারই কণ্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান করছেন। কিন্তু দু:খের সাথে বলতে হয় যে, একটি কালো হাতের থাবায় নারায়ণগঞ্জের মডেল মসজিদ নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের ৩টি মডেল মসজিদের কাজ বন্ধ করে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মহানগর যুবলীগ আয়োজিত কেক কাটা ও দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার জেলা-মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র বলেন, আমি জানি না কবে সে কালো হাত ভেঙ্গে যাবে। তবে নিশ্চয়ই যারা সত্যকে সত্য বলে না, জুজুর ভয় দেখিয়ে মানুষকে ভীত করতে চায়, মানুষকে অন্ধকারে রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, গুম খুনের রাজনীতি করে, দল ক্ষমতায় না থাকলে দেশ থেকে পালায়, দল ক্ষমতায় আসলে দেশে এসে বড় বড় কথা বলে, তাদের কাছ থেকে নারায়ণগঞ্জের মানুষ শীঘ্রই মুক্তি পাবে।
তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল সহ দেশের সকল জেলায় উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
তিনি বলেন, তবে একথা সত্য যে হাইব্রীড, অসাধু কর্মকর্তাদের জন্য কিছু উল্টাপাল্টা হচ্ছে। তবে কেউ পাড় পাচ্ছে না, যেখানেই দুর্নীতি হচ্ছে সেখানেই ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। কাউকে ছাড় দেয়া হচ্ছে না, ভবিষ্যতেও কাউকে ছাড় দেয়া হবে না।
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এড. আনিসুর রহমান দিপু, এড. আসাদুজ্জামান, আদীনাথ বসু, জাহাঙ্গীর হোসেন, কামরুল হুদা বাবু, ফয়জুল ইসলাম রুবেল প্রমুখ।